আ. লীগ ক্ষমতায় থাকলে দেশে সম্প্রীতি বজায় থাকে: এমপি লাবু চৌধুরী

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের। এখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। বর্তমান আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে সম্প্রীতি বজায় থাকে। তার প্রমাণ জননেত্রী শেখ হাসিনা সব ধর্মের কল্যাণে কাজ করে আসছেন।
সোমবার রাতে ফরিদপুরের উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের উন্নয়ন করেছেন। দেশের সব জায়গায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী মারুফ হোসেন বকুলসহ প্রমুখ।
(ঢাকা টাইমস/২৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন