বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫২তম শাহাদাতবার্ষিকী পালিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৭:০৬ | প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৩, ১৬:৪৯

আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদাৎ বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ শেখ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ময়জদ্দিন হামীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :