পটুয়াখালী-১ উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন আফজাল হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ২০:৩৪ | প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৩, ২০:১৯

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির কার্যালয়ে তার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভা সূত্র জানায়, মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দিতে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন আফজাল হোসেন

এদিকে মনোনয়ন পেয়ে দলের হয়ে মানুষের জন্য কাজ করার কথা জানিয়েছেন আফজাল হোসেন। তিনি ঢাকা টাইমসকে বলেন, আমাকে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দলের হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে কাজ করব। মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা বাস্তবায়নে কাজ করব।

তিনি আরও বলেন, আমি যখন দলীয় মনোনয়ন পাইনি তখনো মানুষের সেবা করছি, এলাকার উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছি। এখন আরও বেশি ভূমিকা রাখতে সচেষ্ট হব।

পটুয়াখালী-১ উপনির্বাচনে আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ হবে। এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর এবং প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর।

আগামী ২৬ নভেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচনে মো. আফজাল হোসেন ছাড়া আরও আটজন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছিলেন।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :