নাশকতার অভিযোগে র্যাবের অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
শনিবার র্যাব ফোর্সেস অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১ জন, রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ১ জন, রাজধানীর কালশী এলাকা থেকে মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর প্রধান) মো. জাকির হোসেন, রাজধানীর মিরপুর এলাকা থেকে মৎসজীবী দলের যুগ্ম সম্পাদক আব্দুল বারেক, মানিকগঞ্জ সদর এলাকা হতে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা, বগুড়া সদর এলাকা থেকে কোকো স্মৃতি সংসদ গাবতলী থানা শাখার সভাপতি মো. আলপনা কবির ওরফে বড় বাবু, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকা থেকে উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি কাজী আনিসুর রহমান, সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকা থেকে ১ জন, মৌলভীবাজার শ্রীমঙ্গল এলাকা থেকে ২ জন, হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে ১ জন, সিলেটের বটেশ্বর এলাকা থেকে ১ জন, ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকা থেকে ১ জন, খুলনার রূপসা এলাকা থেকে জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. সাগর মোল্লা, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ৩ জন, ফেনীর বিরিঞ্চি এলাকা থেকে ১ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/০৫নভেম্বর/আরআর/এআর)

মন্তব্য করুন