৫ চমক নিয়ে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ১২:১৬

ফুলবলের কথা উঠলেই সবার আগে মাথায় আসে ব্রাজিল-আর্জেন্টিনার কথা। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের ম্যাচ মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। শুধু দর্শ নয়, পুরো ফুটবল বিশ্ব মুখিয়ে থাকে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই দেখার জন্য।

কিন্তু দুই বছরেরও বেশি সময় ধরে ফুটবলপ্রেমীরা বঞ্চিত এই দুই দলের লড়াই উপভোগ করা থেকে। অবশেষে প্রতীক্ষার অবসান হচ্ছে। চলতি মাসেই মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুই দেশ ব্রাজিল-আর্জেন্টিনা।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন মেসি-নেইমাররা। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। শুরু হয়েছে কথার লড়াইও।

আগামী ২২ নভেম্বর বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটি হবে বিশ্বকাপ বাছাইয়ে দুই দলেরই পঞ্চম ম্যাচ।

তার আগে অবশ্য সেলেসাওরা কলম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে। যেটি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ম্যাচটি হবে কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে।

সোমবার (৬ নভেম্বর) এই দুই ম্যাচের জন্য পাঁচ চমক রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। দল থেকে বাদ পড়েছেন টটেনহামে খেলা রিচার্লিসন এবং উলভারহ্যাম্পটনে খেলা ম্যাথিউস কুনিয়া।

অন্যদিকে, বাঁ হাঁটুতে চোট পাওয়া নেইমার ও ইপিএলে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ায় ক্যাসেমিরো নেই কলম্বিয়া ও আর্জেন্টিনা ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে।

বড় দুই তারকাকে ছাড়া এ দুটি ম্যাচ কতটা কঠিন হবে সেটা আঁচ করতে পারছেন নেইমারদের কোচ দিনিজ। তিনি বলেন, ‘দুটি ম্যাচই কঠিন। আর্জেন্টিনা গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় (লিওনেল মেসি) এবং অন্যান্য সেরা খেলোয়াড়রা আছে। কয়েক যুগ ধরে কলম্বিয়াও বিশ্ব ফুটবলে নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে। তাদের খেলোয়াড়রা ইউরোপের সেরা লিগগুলোতে খেলে। তাছাড়া তাদের দেশে গিয়ে খেলাটা বেশ কঠিন হবে।’

বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৭ পয়েন্ট ব্রাজিলের। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। তাহলে এবার দেখে নিন ব্রাজিলের স্কোয়াডে কোন পজিশনে কে কে রয়েছেন।

গোলরক্ষক

অ্যালিসন বেকার, এডারসন, লুকাস পেরি

ডিফেন্ডার

ব্রেমার, গ্যাব্রিয়েল ম্যাগালেস, মার্কুইনহোস, নিনো, এমারসন, রেনান রোদি ও কার্লোস আগুস্তো

মিডফিল্ডার

আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ডগলাস লুইজ, জোয়েলিন্টন, রাফায়েল ভেইগা ও রদ্রিগো

ফরোয়ার্ড

এনড্রিক, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, জোয়াও পেদ্রো, পলিনহো, পেপে ও রাফিনহা।

(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এনবিডব্লিউ/এজে)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :