ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ১৩:৪৩| আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৪:০৮
অ- অ+

মৌলভীবাজারে ডিবি পরিচয়ে র‌্যাব সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি মনিপুরীপাড়ার সুনীল সিংহের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাবেক সেনা সদস্য সুনীল সিংহ বর্তমানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নে (র‍্যাব) কর্মরত আছেন। তাদের বাড়িটি একটু নিরিবিলি জায়গায়। সোমবার সন্ধ্যায় মুখোশধারী চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে সুনীলের ঘরে প্রবেশ করে। এ সময় তারা ওই র‌্যাব সদস্যের ৭৫ বছর বয়সি বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ, ৫৫ বছরী বয়সি মা কৃষ্ণা কুমারী সিনহা ও ৫০ বছর বয়সি কাকি রাজকুমারী সিনহাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে, ঘরে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ নগদ অর্থ লুট করে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকাবাসী গিয়ে তাদের ঘরের মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পায়। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘এটা ডাকাতি নয়, দুঃসাহসিক চুরি। দুর্বৃত্তদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।’

(ঢাকাটাইমস/০৭নভেম্বর/ এসএস/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা