হরতাল-অবরোধে সহিংসতা

১৩ দিনে র‌্যাবের হাতে আটক তিন শতাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৩, ১৪:১৪| আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ১৪:৩৮
অ- অ+

২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-জামায়াতের সমাবেশ ঘিরে সহিংসতা ও পরবর্তীতে হরতাল-অবরোধে অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৩ দিনে তিন শতাধিক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১৩ দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের সহিংসতার সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটক করা হচ্ছে। অপরাধীদের ধরতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। একই সঙ্গে রাজনৈতিক দলসমূহের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে জনজীবন স্বাভাবিক রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে দেড় শতাধিক টহলসহ সারাদেশে র‍্যাবের সাড়ে চার শতাধিক টহল দল মোতায়েন রয়েছে।

এছাড়াও গুরুত্বপূর্ণ স্থান ও সড়কসমূহে র‍্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনকে এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা