কুমিল্লায় পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:০৯
অ- অ+

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে ডুবে পাবন সূত্রধর (৪) ও আনন্দ সূত্রধর (৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্ট্রগ্রাম পূর্ব পাড়া মিস্ত্রি বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পাবন সূত্রধর ওই গ্রামের মিস্ত্রি বাড়ির যুবরাজ সূত্রধরের ছেলে এবং আনন্দ সূত্রধর একই বাড়ির লিটন সূত্রধরের ছেলে। তারা দুজন আপন চাচাতো ভাই।

জানা যায়, দুপুরে পাশের বাড়ির লোকজন শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইউপি মেম্বার সাকের হোসাইন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। পাবন সূত্রধর ও আনন্দ সূত্রধর চাচাতো ভাই। তারা সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজা- খুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানা পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম সিকদার বলেন, শিশু মৃত্যুর বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি।

(ঢাকা টাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
পাকিস্তানি অভিনেত্রীর লাশ নিতে রাজি নন বাবা, স্বপ্ন পূরণে করাচিতে এসে একাকী মৃত্যু
বান্দরবানে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড় ধসের শঙ্কা
আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন পর্ব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা