সিদ্ধিরগঞ্জে অর্থ ঋণ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অর্থ আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি মোঃ গোলাম সারোয়ার (৫২)’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (১৩ নভেম্বর) পাঠানটুলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
এদিন র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ব্যাংক থেকে ঋণ নিয়ে সঠিকভাবে পরিশোধ করতে বর্থ হয়ে ঋণ খেলাপি হয়। পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করলে তিনি গ্রেপ্তার এড়াতে পলাতক থাকেন। একপর্যায়ে গত ২৬ জুন ২০২৩ ইং তারিখ যুগ্ন মহানগর দায়রা জজ ৩য় আদালত, নারায়ণঞ্জ কর্তৃক উক্ত আসামির বিরুদ্ধে বিচারের রায় ঘোষণার পর সাজা পরোয়ানা হন সে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই থানার মৃত আব্দুস সামাদের ছেলে।
আসামিকে সিদ্ধিরগঞ্জ থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এআর)

মন্তব্য করুন