তফসিল ঘোষণার পর ১০ ঘণ্টায় ১২ যানবাহনে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৩, ১১:৫৫| আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ১২:৫২
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে বুধবার সন্ধ্যায়। তারই জেরে এদিন সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ১০ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এই সময়ের মধ্যে ঢাকা সিটিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফায়ার সার্ভিসের পাঠানো তথ্য মতে, দোহার ও টাঙ্গাইলে দুটি, ঝালকাঠিতে একটি, নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে পাঁচটি, চট্টগ্রাম ও চাঁদপুরে দুটি ও সিলেট সদরে একটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুড়ে যাওয়া যানবাহনের মধ্যে রয়েছে দুটি বাস, দুটি কাভার্ডভ্যান, পাঁচটি ট্রাক, দুটি লেগুনা এবং একটি ট্রেনও। আগুন নেভাতে কাজ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিটের ১১৬ জন কর্মী।

তথ্য সূত্রে জানা গেছে, তফসিল ঘোষণার জেরে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে নাটোরের বনপাড়ার নয়াবাজার এলাকায়। এ সময় সেখানে একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।

এরপর রাত ৮টা ৪৩ মিনিটে সিলেট সদরের শাহপরান দাশপাড়ায় একটি লেগুনায়, ৮টা ৫৫ মিনিটে বগুড়া সদরের শাকপালে একটি কাভার্ডভ্যানে, রাত ১০টায় দোহার বাজারে একটি ট্রাকে এবং ১০টা ৫০ মিনিটে চট্টগ্রামের ওয়াশার মোড়ে খুলশি এলাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়।

এছাড়া দিনগত রাত ১২টায় বগুড়ার শেরপুরের মহিপুরে একটি ট্রাকে, ১২টা ২৫ মিনিটে ঝালকাঠির কলেজ রোড মোড়ে একটি লেগুনায়, ১২টা ৫০ মিনিটে বগুড়া সদরের জয়বাংলাহাটে একটি ট্রাকে, রাত ১টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে একটি ট্রাকে, বৃহস্পতিবার ভোর ৩টা ০২ মিনিটে টাঙ্গাইল সদরে একটি ট্রেনে এবং ভোর ৩টা ৫০ মিনিটে চাঁদপুরের হাজিগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। জানানো হয়, নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। তবে এই তফসিল ঘোষণাকে প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো।

তারা চায়, নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হোক। এই দাবি আদায়ে বহু আগে থেকেই তারা আন্দোলন করে আসছে। গত ২৮ অক্টোবরের পর থেকে চলছে ধারাবাহিক হরতাল ও অবরোধ কর্মসূচি। সারা দেশে পুড়েছে বহু যানবাহন, যা এখনো অব্যাহত।

(ঢাকা টাইমস/১৬নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা