টিভিতে না দেখালেও বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাই ম্যাচ দেখবেন যেভাবে
ক্রিকেটাররা ব্যর্থ হলেও একের পর এক সাফল্য পাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রাক বাছাইপর্বের প্রথম রাউন্ডে মালদ্বীপকে হারিয়ে জামাল ভূঁইয়ারা জায়গা করে নিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
মেলবোর্নের রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি মাঠে গড়াবে।
ম্যাচকে কেন্দ্র করে বেশ কিছুটা দিন সময় রেখেই অস্ট্রেলিয়ায় উড়াল দেয় জামালরা। মেলবোর্নের ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নিতেই এমন পরিকল্পনা বাংলাদেশের। যদিও সেখানে বল আর আবহাওয়াজনিত সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি জামালরা।
গত বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে জামাল ভূইয়াদের ম্যাচটি নিয়ে বাংলাদেশি সমর্থকদের মাঝে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, দেশের কোনো টেলিভিশন চ্যানেলই ম্যাচটি সম্প্রচার করবে না।
যদিও বাংলাদেশের ফুটবল ভক্তদের একেবারেই নিরাশ করছে না আয়োজকরা। অস্ট্রেলিয়ান ফুটবল দলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচটি। Football Australia নামের চ্যানেলে দেখতে পারেন ম্যাচটি।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে দুবার সকারুজদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালের সেই দুই ম্যাচে পার্থে ০-৫ আর ঢাকায় ০-৪ গোলে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচে ঠিক জয় প্রত্যাশা না করলেও, ভাল খেলা উপহার দেওয়ার প্রত্যয় লাল-সবুজের জার্সিধারীদের।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এনবিডব্লিউ)