যশোরে বিএনপি নেতার বাড়িতে রাতে মুহুর্মুহু ককটেল হামলা

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:৪৯
অ- অ+

যশোরে বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও তার চাচার বাসভবনে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৫টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বোমার বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। এতে এলাকার মানুষের মধ্যে আতংক তৈরি হয়।

শনিবার রাত পৌনে ১১টার দিকে ৭/৮টি মোটরসাইকেলে করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটায়। এই নিয়ে বেশ কয়েক দফা বিএনপি নেতা ও তার চাচার বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটলো।

বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত রাতেই সাংবাদিকদের তার বাড়ির সামনে এক ব্রিফিংয়ে জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কস্থ বাসভবনে একের পর এক বোমা হামলা শুরু হয়। হামলাকারীরা তার চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভিতরে বোমা বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। ১০ থেকে ১৫ মিনিটের এ হামলায় প্রকম্পিত হয়ে ওঠে মহল্লা। গভীর রাতে এ বোমা হামলায় আতংকিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষ।

তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার নিন্দা জানান তিনি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, শহর জুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকা বাজি ফুটছে। কোথাও কোনো বোমা বিস্ফোরণের খবর পাইনি। তবে পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান ।

অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি'র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা