ভোলা-৩ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন আবু নোমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ভোলা-৩ আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, আমি ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশাবাদী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। লালমোহন-তজুমদ্দিনের মানুষ আমার সঙ্গে আছেন।
আবু নোমান হাওলাদার বলেন, আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের সেবায় অনেক কাজ করেছি। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য। সবসময় লালমোহন-তজুমদ্দিনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং থাকবো।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেএ/কেএম)

মন্তব্য করুন