ভোলা-৩ আসনে আ.লীগের মনোনয়ন জমা দিলেন আবু নোমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ২৩:৪৫| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:২১
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। রবিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন তিনি। এ সময় তার সঙ্গে ভোলা-৩ আসনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা।

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার বলেন, আমি ভোলা-৩ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আশাবাদী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন। মনোনয়ন পেলে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবো। লালমোহন-তজুমদ্দিনের মানুষ আমার সঙ্গে আছেন।

আবু নোমান হাওলাদার বলেন, আমি লালমোহন-তজুমদ্দিনের মানুষের সেবায় অনেক কাজ করেছি। দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে জনগণের সেবাই হবে আমার মূল লক্ষ্য। সবসময় লালমোহন-তজুমদ্দিনের মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং থাকবো।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা