ফাইনালে হারের পর রাগে টিভি ভাঙছেন ভারতীয় সমর্থকরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৩, ১২:৫০| আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১৪:৩৪
অ- অ+

ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি জিততে না পারার কষ্টে ও রাগে টিভি ভেঙে ফেলছেন ভারতীয় সমর্থকরা। ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে ভারতের। যার ফলে কষ্টে-রাগে টিভি ভাঙছেন সমর্থকরা।

ফাইনাল হারার পর রাগে টিভি ভাঙার সংস্কৃতি ভারতে একেবারেই নতুন নয়। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হারের পরও টিভি ভেঙে নিজের রাগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ভারতীয় ক্রিকেটের সমর্থকরা।

কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ভারতের ক্ষেত্রে যেন একদম কাটায় কাটায় মিলে গেল কথাটা। ২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচ ও সেমিফাইনালসহ ১০ ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে পা রাখে ভারত। কিন্তু ফাইনালে পৌঁছেই খেই হারিয়ে ফেললো তারা। ফাইনালে অজিদের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউডের বোলিং তোপে মাত্র ২৪০ রান তুলতে সক্ষম হয় তারা। ভারতের ব্যাটাররা সবাই ছিলেন আসা-যাওয়ার মিছিলে। বিরাট কোহলি, লোকেশ রাহুল অর্ধশতক তুলে নিলেও তা কাজে লাগেনি।

২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ট্রাভিস হেডে ভর করে অনায়াস এক জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ম্যাচ শেষের আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সমর্থকরা। আর ম্যাচ শেষে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে টিভি ভাঙার খবর। ফাইনালে এসে ভারতের ৬ উইকেটের পরাজয় যেন মেনেই নিতে পারছেন না সাধারণ সমর্থকরা।

আর তাদের এই রাগ-ক্ষোভের শিকার হচ্ছে টিভি। শুরুতে তেমন খবর না এলেও ধীরে ধীরে বাড়তে থাকে টিভি ভাঙচুরের ঘটনা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ‘ধন্যবাদ রোহিত, ধন্যবাদ বিরাট’ বলতে বলতেই নিজের টিভিতে আঘাত করছেন এক সমর্থক। অরুণাচল প্রদেশের আরেক ভিডিওতে টিভি ফেলে দিতে দেখা গিয়েছে অন্য এক সমর্থককে। আবার অনেকে টিভি ভাঙার ছবি দিয়ে লিখেছেন আর কখনো ক্রিকেটই দেখবেন না তিনি।

এর আগে ম্যাচ হারের পর ভারতের খেলোয়াড়দের বাড়িতে হামলার ঘটনাও দেখা গিয়েছিল। তবে সেসবের তুলনায় এবার প্রত্যাশা বেশি থাকলেও এমন আচরণ আগের মতো দেখা যায়নি।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা