গাজায় যুদ্ধবিরতি শুরু বৃহস্পতিবার সকাল ১০টায়

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ২০:২১ | প্রকাশিত : ২২ নভেম্বর ২০২৩, ২০:১৪

নানান দরকষাকষির পর অবশেষে চূড়ান্ত হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সময়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হবে যুদ্ধবিরতি।

বুধবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হামাসের কর্মকর্তা মুসা আবু মারজুক এই তথ্য জানিয়েছেন।

গাজায় বন্দি ৫০ জিম্মির মুক্তি ও চার দিনের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েল এক চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেওয়ার পর হামাসের পক্ষ থেকে তা কার্যকরের সময় জানানো হলো। মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব অনুমোদন দেয় ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভা।

যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে হামাস এবং ইসরায়েলের মাঝে মধ্যস্থতা করছে কাতার এবং মিসর।

মুসা আবু মারজুক জানান, চার দিন ব্যাপী এই যুদ্ধ বিরতিতে ৫০ জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ১৫০ ফিলিস্তিনি মুক্তি পাবেন।

গাজায় বন্দিদের মুক্তির দাবিতে ইসরায়েলে স্বজনদের বিক্ষোভ

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে শত শত ইসরায়েলিকে হত্যা এবং ২৪০ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধারা। এদিন হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন সেনা সদস্যসহ ১ হাজার ২০০ জনের বেশি। পরে জিম্মিদের মুক্তি ও হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে পরদিন থেকে গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে গত ১৪ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাস দাবি করেছে, তারা ট্যাংকসহ ইসরায়েলের দুই শতাধিক সামরিক যান ধ্বংস করেছে। মারা গেছে অন্তত ৬৬ ইসরায়েলি সেনা।

ঢাকাটাইমস/২২নভেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

পান্নুন হত্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যুক্তরাষ্ট্রের আদালতে তলব

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব

ইসলামী দেশগুলোর মধ্যে জ্ঞানীয় বিজ্ঞানে শীর্ষ দুয়ে ইরান

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব গ্রহণ, বাংলাদেশসহ ৫৩ দেশ কো-স্পন্সর

লেবাননে ফের ডিভাইস বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০

‘এক দেশ, এক ভোট’ নীতিতে অনুমোদন মোদির মন্ত্রিসভার

ইউরোপে ছড়াতে শুরু করেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সইসি’

তাইওয়ান থেকে হিজবুল্লাহর কেনা পেজারের ভেতর বিস্ফোরক রেখেছিল মোসাদ!

রাহুল গান্ধীকে 'সন্ত্রাসবাদী' বলায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেসের

বিশ্বজুড়ে বাড়ছে সাপের ছোবলে মৃত্যুঝুঁকি, রয়েছে ওষুধ সংকট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :