ঋণের বোঝা সইতে না পেরে যুবকের আত্মহত্যা

পটুয়াখালীতে গলায় ওড়না পেঁচিয়ে ইব্রাহিম নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহটি দেখতে পান তার স্ত্রী হোসনেয়ারা বেগম। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ইব্রাহিমকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইব্রাহিম প্যাদা (৪৯) পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চারাবুনিয়া গ্রামের ওহাব প্যাদার পূত্র।
প্রতিবেশী শাহাবউদ্দীন জানান, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ এনেছিলেন ইব্রাহিম। আমাদের ধারণা এ ঋণের বোঝা সইতে না পেরেই আত্মহত্যা করেছেন তিনি।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন