বারান্দায় খেলতে খেলতে দরজা লক, ৯৯৯ এ ফোন করে শিশু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ১৪:১০| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৪:২০
অ- অ+

শনিবার বিকেলে কুমিল্লা সদরের চক্রবাদ গলির একটি ভবনের তিনতলার বারান্দায় খেলা করছিল দুই বছর বয়সী একটি কন্যাশিশু। এসময় হঠাৎ দরজা বন্ধ করে দেয় শিশুটি। দরজাটি ভিতর থেকে লক হয়ে যাওয়ায় ছোট্ট শিশুটি আর খুলতে পারছিল না। দীর্ঘক্ষণ বারান্দায় একা থাকায় ভয়ে কান্নাকাটি শুরু করে দেয় শিশুটি। অপর পাশ থেকে অনেক চেষ্টা করেও শিশুটির মা দরজা খুলতে পারেননি। এর একপর্যায়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান তিনি।

৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল সোহরাব আরাফাত। কনস্টেবল আরাফাত তাৎক্ষণিকভাবে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা