‘নির্বাচনকে অর্থবহ করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
| আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ২০:২৫ | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২৩, ২০:২৩

নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনকে অর্থবহ করতে এই তিনের সমন্বয়ে কাজ করা অপরিহার্য বলে মন্তব্য করেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান।

সোমবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির সেমিনার কক্ষে রংপুর বিভাগের সাংবাদিকদের তিন দিনব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

শহিদ খান বলেন, পরিবেশে পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিককে প্রতিবেদন তৈরি ও কাভারেজের বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। সাংবাদিকদের প্রতিবেদনই পারে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জনগণকে উদ্বুদ্ধ করতে। নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকেরা সমাজের তৃতীয় চক্ষু।

চ্যালেঞ্জ নিয়েই গণমাধ্যমকর্মীদের আরো বেশি আস্থার জায়গা তৈরি করার আহ্বান জানিয়ে সাবেক এই সচিব বলেন, প্রশিক্ষণ মানুষের দক্ষতা বৃদ্ধি করে। নির্বাচন বিষয়ক রিপোর্টিং নিয়ে এই প্রশিক্ষণ সময়োপযোগী। সাংবাদিকদের কাছে সাধারণ মানুষের অনেক বেশি প্রত্যাশা। সাংবাদিকদের লেখুনিতে গণতন্ত্র, নির্বাচন, সম্ভাবনা, সমস্যা, উন্নয়নসহ সমাজ ও দেশের সবদিক উঠে আসে। এ কারণে গণমাধ্যমকর্মীদের দূরদর্শিতার পরিচয় দিতে হবে।

অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন পিআইবি মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত জাফর ওয়াজেদ।

এছাড়াও ছিলেন পিআইবি পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) শেখ মজলিস ফুয়াদ। সঞ্চালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী এম এম নাজমুল হাসান।

সভাপ্রধান জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকতার মানোন্নয়নে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণ তারই একটি অংশ। আমরা প্রশিক্ষিত সাংবাদিকদের মাধ্যমে সমাজ ও দেশকে এগিয়ে নিতে চাই। সাংবাদিকেরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সাথে সাথে নিজের পেশাগত দায়িত্বের ক্ষেত্রে আচরণ ও নীতিনৈতিকতা সম্পর্কে বেশি সচেতন হবার সুযোগ পাচ্ছে। এ সময় নির্বাচনকালীন প্রতিবেদন তৈরিতে সংবিধান, নির্বাচনি আচরণবিধি ও অন্যান্য বিষয় মেনে চলতে সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান ও মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণে রংপুর বিভাগের আট জেলার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এর আগে, অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা দুর্লভ বেশ কয়েকটি বই উপহার হিসেবে প্রধান অতিথির হাতে তুলে দেন পিআইবি পরিচালক।

তিন দিনের এ প্রশিক্ষণে প্রশিক্ষক ও রিসোর্সপারসন ছিলেন- নির্বাচন কমিশনার আনিসুর রহমান, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমীন টুলী, গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা, টিবিএন২৪ টিভির চিফ এডিটর নাজমুল আশরাফ ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন প্রমুখ।

(ঢাকা টাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :