সাংবাদিক ইমদাদুল হকের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিক্যাফের
স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিক্যাফ) কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি এস এম ইমদাদুল হকের ওপর হামলায় দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের পক্ষে সভাপতি কাজী মুস্তাফিজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আমরা জানতে পেরেছি পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবেই এস এম ইমদাদুল হক বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে আগারগাঁও আইসিটি টাওয়ারে যান। সেখানে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মচারী মোশারেফ হোসেন পারভেজ ও মো. সেলিম মাহমুদসহ অন্যরা তার ওপর দুই দফায় হামলা চালিয়ে তাকে আহত করেছে।’
কাজী মুস্তাফিজ বলেন, ‘এস এম ইমদাদুল হক একজন সমাজকর্মী ছাড়াও পেশাদার গণমাধ্যমকর্মী। তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য এবং নিউজ পোর্টাল ডিজিবাংলার নির্বাহী সম্পাদক। তার প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। দেশে দীর্ঘদিনের অপশাসনের পর সম্প্রতি নতুন সরকার দায়িত্ব নিয়েছে। এই প্রেক্ষাপটে দেশে সুশাসন নিশ্চিত ও গণমাধ্যমকর্মীদের কাজের সুষ্ঠু পরিবেশ ফিরে পাওয়ার প্রত্যাশায় আছি। কিন্তু এমন দুর্বৃত্তপনা আচরণ আমাদের এই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে।’
সিক্যাফের সাধারণ সম্পাদক নুরুন আশরাফী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চিহ্নিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিক্যাফ)।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসআইএস)