ঢাকা টাইমসের সূত্র দিয়ে আন্দোলনে হতাহতের সংখ্যা উল্লেখ করে ভুয়া তথ্য প্রচার

দেশের মূলধারার সংবাদমাধ্যম ঢাকা টাইমসের নামে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সংখ্যা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে।
শুক্রবার রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্টে উল্লেখ করা হয়, ‘পরিচয় পাওয়া শহীদদের সংখ্যা ৮৯০+, নিখোঁজ আছে প্রায় ১১ হাজার+, আহত আছে প্রায় ৩৩ হাজার+।’ এই পোস্টে সূত্র হিসেবে ঢাকা টাইমসের নাম উল্লেখ করা হয়েছে।
বস্তুত, কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের নিয়ে ঢাকা টাইমস কোনো প্রতিবেদনেই এমন কোনো তথ্য প্রচার করেনি। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপতথ্য ছড়িয়েছে, যা অনেকেই না বুঝে নিজেদের প্রোফাইল বা পেজে পোস্ট বা শেয়ার করছেন।
যেকোনো অপতথ্য প্রচারের আগে যাচাইবাছাইয়ের পাশাপাশি ঢাকা টাইমস আদৌ কোনো প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে কি না, তা নিশ্চিত হতে পাঠকসহ সকলের প্রতি অনুরোধ করছে ঢাকা টাইমস কর্তৃপক্ষ।
এখানে উল্লেখ্য যে, সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহতদের সংখ্যা নিয়ে জাতিসংঘ যে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে, সেটির সূত্রে ঢাকা টাইমস শুক্রবার (১৬ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনে ৩২ শিশুসহ নিহত ৬৫০: জাতিসংঘ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনটিতে বলা হয়, বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২ শিশুসহ কমপক্ষে ৬৫০ জন নিহত হয়েছে। এর মধ্যে গত ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন। বাকি ২৫০ জন ৫ থেকে ৬ আগস্টে নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্যও।
বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকে এই তথ্যের উৎস হিসেবে উল্লেখ করা হয় জাতিসংঘের ওই প্রতিবেদনে। সেখানে নিহতের সংখ্যা বাদে আহত কিংবা নিখোঁজের কোনো সংখ্যা উল্লেখ ছিল না।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/কেএম)

মন্তব্য করুন