নির্বাচন কমিশনে চলছে আন্তঃমন্ত্রণালয় সভা

নির্বাচন কমিশনে বিদেশি পর্যবেক্ষক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা বসেছে।
মঙ্গললবার বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।
ইসি সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা ছাড়পত্র, ভিসা প্রসেসিং, অন অ্যারাইভাল ভিসা ব্যবস্থাকরণ, এয়ারপোর্ট হেল্পডেস্ক স্থাপন, মিডিয়া সেল স্থাপন, স্বাস্থ্যসেবা প্রদান ও নিরাপত্তাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি করা হচ্ছে।
সভায় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসি সচিবালয়ের যুগ্ম সচিবরাসহ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
সভাটি নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে।
(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এএম/এফএ)

মন্তব্য করুন