তিনশ আসনে আ.লীগের দলীয় প্রার্থী থাকবে, প্রয়োজনে সমন্বয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:৪৯ | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:০৯
ফাইল ফটো

তিনশ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী থাকবে, প্রয়োজন হলে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের জোট আছে। জোটের অন্য দলগুলো জয়লাভ করার মতো শক্তি রাখে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এডজাস্ট (জোটবদ্ধ) তাদের সঙ্গে হবে যারা জয়লাভ করার মতো শক্তি রাখেন। তাদেরকে মনোনয়ন দেয়া হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের কেউ চাইলেই তাকে স্বতন্ত্র নির্বাচন করতে দেয়া হবে না। নির্বাচনের এখনো সময় আছে দেখি কি হয়। বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার কোনো কৌশল জানা নেই। তবে তারা আসলে কোনো আপত্তি নাই, স্বাগত জানাই।

কাদের বলেন, ১৪ দলীয় জোটে কারা কারা নমিনেশন চায়, আমাদের আগে বুঝতে হবে। ১৪ দলের সাথে আমাদের জোট আছে। তারা কারা কারা প্রার্থী সেটা দেখি। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। আমরা অবজারভ করব।

১৭ তারিখ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়ায়, তা দেখেই আওয়ামী লীগ তার কৌশল ঠিক করবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, আমরা দেখিয়ে দিতে চাই একটা সুষ্ঠু নির্বাচন কিভাবে হয়। এখন যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন, তারা হয়তো তখন করবেন না।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮ নভেম্বর/জেএ/কেএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান এ দেশে হবে না: রিজভী

জার্মানির নাৎসিদের সঙ্গে তুলনা হয় আ.লীগের: দুদু

এই মুহূর্তে প্রয়োজন মহা ঐক্যের: লিংকন

সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

কোনো দুর্বৃত্ত-চাঁদাবাজকে মিছিলে জায়গা দেওয়া হবে না: নয়ন

আ.লীগের শাসনামলে হিন্দুরা বেশি অত্যাচারিত হয়েছে: অ্যাডভোকেট সালাম

বিএনপি সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি করে: আমিনুল হক

আপনারা দুর্বল নন, অপরাধীদের শক্তভাবে ধরুন: উপদেষ্টা পরিষদকে চরমোনাই পীর

পিআর পদ্ধতি ও খুনিদের অযোগ্য ঘোষণার দাবিসহ ৭ দফা সংস্কার প্রস্তাব ইসলামী আন্দোলনের

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

এই বিভাগের সব খবর

শিরোনাম :