মানববন্ধন করছেন বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:১৯| আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৪:০৭
অ- অ+

বিভিন্ন সময় দলের কর্মসূচিকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাকর্মীদের পরিবারের সদস্যরা মানববন্ধন করছেন। মানববন্ধন শেষে তারা প্রধান বিচারপতি বরাবর গ্রেপ্তারকৃতদের মুক্তি চেয়ে স্মারকলিপি প্রদান করবেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি শুরু করেন। সেখানে বিএনপির যে সমস্ত জাতীয় ও সিনিয়র নেতা কারাগারে এবং রায়ে যাদের সাজা হয়েছে তাদের স্বজনরা অংশ নেন। এছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরাও এতে অংশ নিয়েছেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। পরে কাকরাইলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে যায় সমাবেশটি। এরপর থেকে দলের ৫ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। এর প্রতিবাদে ২৯ অক্টোবর বিএনপির পক্ষ থেকে লাগাতার হরতাল-অবরোধের কর্মসূচি পালন করা হচ্ছে।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা