জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২৩, ২২:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড. সাদেকা হালিমকে অভিনন্দন জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠার দেড় যুগ পর প্রথম নারী উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

উপাচার্য ড. মশিউর রহমান অভিনন্দন বার্তায় বলেন, ‘ড. সাদেকা হালিম ইতোমধ্যে একজন প্রগতিশীল সমাজসংস্কারক মানুষ হিসেবে পরিচিতি অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন প্রথিতযশা সমাজবিজ্ঞানী। তার পিতা অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরী অত্যন্ত সফলতার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। ড. সাদেকা প্রগতিশীল পরিবারের সন্তান এবং মুক্তিযুদ্ধের পক্ষে তার অবস্থান সবসময়ই সুদৃঢ়।’

উপাচার্য অভিনন্দন বার্তায় প্রত্যাশা করে বলেন, ড. সাদেকা হালিমের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি আধুনিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অগ্রসর বিদ্যাপীঠে রূপ নেবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ড. সাদেকা হালিম এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যানসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

(ঢাকা টাইমস/৩০নভেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা বেরোবি প্রশাসনের

কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের সহযোগিতার নির্দেশ জবি উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক জাহিদুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা ১১ আগস্টের পর

সুনসান নীরবতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা শিক্ষার্থীদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :