ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা শিক্ষার্থীদের

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যালয় ভাঙচুর ও রাতভর উত্তেজনার পর বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে পোস্টার টাঙিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বিকালে এ ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সারাদেশের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে এ ঘোষণা দেওয়া হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের 'ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, ইসলামী বিশ্ববিদ্যালয়' পোস্টার লাগিয়ে দেন শিক্ষর্থীরা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ছাত্রলীগের পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ সময় শিক্ষার্থীদেরকে 'ছাত্রলীগের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও', 'আমার বোনের রক্ত, বৃথা যেতে দেব না', 'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএস)

মন্তব্য করুন