শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

চবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৮:৩৩
অ- অ+

বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে হেয় করা এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমাজ (সাদা দল)

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে চবির সাদা দলের সদস্য প্রাণরসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক . মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে হেয় করার তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আন্দোলনরত নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর ছাত্রলীগ পুলিশের নারকীয় তাণ্ডবের তীব্র নিন্দা প্রতিবাদ জানান তারা।

সাদা দলের শিক্ষকেরা বলেন, যেকোনো যৌক্তিক আন্দোলন একটি গণতান্ত্রিক সমাজে সকল মানুষের অধিকার। অথচপ্রত্যয়স্কীম থেকে নিজেদেরকে প্রত্যাহার করার আন্দোলনে শিক্ষকদের অন্তর্ভুক্তির কারণে শিক্ষকদের হেয় করা হয়েছে। এটি ছিল ভীষণ পরিতাপের। এতে শিক্ষকেরা মর্মাহত হয়েছেন।

শিক্ষকেরা আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে মেধাবীদের অগ্রাধিকার যেকোনো সমাজেরই সাধারণ প্রক্রিয়া। অথচ বাংলাদেশ সৃষ্টির ৫৩ বছর পরেও বিসিএসসহ বিভিন্ন চাকরির নিয়োগে যে পরিমাণ কোটা বিদ্যমান তা এককথায় মেধাবী জাতি গঠনের অন্তরায়। এহেন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কোটা সংস্কারের শান্তিপূর্ণ চলমান আন্দোলন দমনে ছাত্রলীগ আইনশৃঙ্খলা বাহিনী যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা ভীষণ বেদনার এবং ঘৃনারও বটে। ফলে, অপ্রয়োজনে ঝরে গেছে অনেকগুলো তাজা প্রাণ যার ক্ষতি অপূরণীয়।

সাদা দলের শিক্ষকেরা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন।

শিক্ষকেরা আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-ছাত্রীদের পরিপূর্ণ নিরাপত্তা প্রদান এবং বলপ্রয়োগের নীতি থেকে সরে আসার জন্য সরকারকে আহ্বান করছেন। একই সঙ্গে তাদের আন্দোলনের যৌক্তিকতা মেনে কোটা সমস্যার সুরাহা করার আহ্বান জানিয়েছেন।

এর আগে বুধবার (১৭ জুলাই) রাতে সাদা দলের শিক্ষকেরা একটি অনলাইন মিটিং করেন। সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক . মোহাম্মদ শামীম উদ্দিন খান, . মো. রফিকুল ইসলাম, . গোলাম কিবরিয়া, . ইসমত আরা হক, . নেসারুল করিম, . আকতার হোসেন, . মো. সাইফুল ইসলাম, . মো. কামাল উদ্দিন, . মো. আতিয়ার রহমান, . তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, . শেখ আফতাব উদ্দিন, . নাসির উদ্দিন, প্রফেসর . বজলুর রহমান, . শাহাদাত হোসাইন, . মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, . মো. আব্দুল মান্নান, . হাশমত আলী, . সাজ্জাদ হোসাইন, . সাখাওয়াত হোসাইন, . ইকবাল হোসাইন, . ইকবাল হোসাইন, (ভূগোল পরিবেশবিদ্যা), . হারিসুর রহমান হাওলাদার, . এনামুল হক, শের মাহমুদ এবং শাহ আলম প্রমুখ

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা