কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের সহযোগিতার নির্দেশ জবি উপাচার্যের

​​​​​​​জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৪, ২০:০৩
অ- অ+

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় বিভিন্ন জায়গায় হতাহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তালিকা করে সহযোগিতার করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক . সাদেকা হালিম।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য সাদেকা হালিম।

উপাচার্য সাদেকা হালিম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে-সব শিক্ষার্থী হতাহত হয়েছে, এমন সব শিক্ষার্থীদের তালিকা করার নির্দেশ দিয়েছি প্রক্টরকে। তালিকার মাধ্যমে হতাহত শিক্ষার্থীদের সাহায্য করা হবে।

তিনি বলেন, অনেক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছে তাদের তালিকা পেলে আমরা যেকোনো সাহায্য করতে পারবো।

উপাচার্য সাদেকা হালিম আরও বলেন, গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় থাকা পাঁচ শিক্ষার্থীর মধ্যে চারজনকে রিলিজ দেওয়া হয়েছে, অনিক নামের একজন শিক্ষার্থীকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার খাদ্যনালিতে ফুটা হয়েছিল। তার আরও একটি অপারেশন হবে। তাকে সব ধরনের সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক . মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা ইতোমধ্যে তালিকা করা শুরু করেছি। - জন শিক্ষার্থীর আহত হওয়ার খোঁজ পেয়েছি। যাদের টাকার প্রয়োজন ছিল, দ্রুত টাকা পাঠানোর ব্যবস্থা করেছি। আমাদের তালিকা করা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এরপর বিভিন্ন জায়গায় সংঘর্ষে আরও কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে আহসান হাবিব তামিম নামের গণিত বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

ঢাকাটাইমস/২৫জুলাই/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
আজ তাপমাত্রা বাড়বে সারা দেশে, তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা