তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, ভোগান্তিতে যাত্রীরা

সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৪| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৩:৩৬
অ- অ+

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় টোল প্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস থেকে যানজট শুরু হয়ে তা মেঘনা ঘাটের টোল প্লাজায় গিয়ে ঠেকেছে। সড়কে জনসাধারণ ও গাড়ির ব্যাপক উপস্থিতির কারণে এমন যানজটের সৃষ্টি হয়েছে।

মারুফ নামে এক বাসচালক জানান, হরতাল-অবরোধে গাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ার ভয় থাকে। গাড়ি বের করেও স্বাভাবিকের চেয়ে যাত্রী কম থাকে। ছুটির দিনে সেই ভয় নেই, যাত্রীও অনেক। তাই রাস্তায় গাড়ি অন্যান্য দিনের চেয়ে বেশি।

রনি আহমেদ নামে এক যাত্রী বলেন, হরতাল-অবরোধে গাড়িতে উঠলে জীবনের ঝুঁকি থাকে। ভেবেছিলাম আজ একটু নির্বিঘ্নে চট্টগ্রাম পৌঁছাতে পারবো কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট। কখন যানজট শেষ হবে বুঝতে পারছি না।

কাঁচপুর হাইওয়ে থানার ইনস্পেক্টর (ওসি) রেজাউল হক বলেন, মহাসড়কে গাড়ির বাড়তি চাপ রয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে এমন হয়েছে। তবে মহাসড়কে কোথাও যানজট না থাকলেও টোলপ্লাজায় টোল আদায়ে দেরি হওয়ায় গাড়ির চাপ বৃদ্ধি পেয়ে যানজটের সৃষ্টি। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ। দুপুরের পরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা