বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেনের দাফন সম্পন্ন

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন বাদশা আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলি নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে স্থানীয় চৌরঙ্গী জামে মসজিদের অম্বিকাপুর মাঠে জানাজার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলিপুর কবরস্থানের তাকে দাফন করা হয়।
(ঢাকাটাইমস/০১ ডিসেম্বর/ইএইচ)

মন্তব্য করুন