‘আমরা আর মামুরা’ স্টাইলে নির্বাচন হতে দেওয়া হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা’ স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকল কি না থাকল, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকল কি না থাকল তাতে তার কোনো কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা। কিন্তু চক্রান্ত করে আর ক্ষমতায় থাকা যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।’

রবিবার সকালে সরকারের পদত্যাগ ও নির্বাচনি তফসিল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, দলের মহাসচিবসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৯ম দফা অবরোধের প্রথম দিনে মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

মৎস্যজীবী দলের আয়োজনে মিছিল ও পিকেটিংয়ে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলটি কাকরাইল থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জাতীয়তাবাদী মৎসাজীবী দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী, মো. শাহ আলম, কবির উদ্দিন মাস্টার, মহানগর দক্ষিণের সদস্য সচিব কেএম সোহেল রানা, মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ বাকীবিল্লাহ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেক, ঢাবির ছাত্রদল নেতা রাজু আহমেদ, মৎসজীবী দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি এইচ এম হোসেন, মুন্সীগঞ্জ জেলার আহ্বায়ক হাজী আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহিম চৌধুরী, এম এ জি বাবুল ও মহানগর নেতা মো. শাহাদত হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বরিশালের পথে পথে যুবদল সভাপতি মুন্নার ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট বিতরণ

পূজামণ্ডপে জনগণকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা পাহারায় থাকবে: আমিনুল হক 

মির্জা ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে সোপর্দ 

সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার

বিবাদ-বিদ্বেষ নয়, জাতীয় সংহতির মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: নুর

ছাত্রদলের মডেল রাজনীতিতে মাদরাসা শিক্ষার্থীদের অংশীদারত্ব থাকবে: নাছির উদ্দীন

পতিত স্বৈরশাসকের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না: এসএম জিলানী

লেবানন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার আহ্বান ববি হাজ্জাজের

পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয়নি, এদেশেও হবে না: রিজভী

শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত আমলাদের বহাল রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :