তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৭
অ- অ+

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

দেশটির হানাং পর্বতের ঢালের কাছে এই ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় এবং উদ্ধার কাজের জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছরই বন্যায় দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষতির শিকার হচ্ছেন।

গত মাসেও তানজানিয়ায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ফলে রাজধানী দারুস সালাম এবং কিগোমা, কাগেরা, গেইতা ও উনগুজা এলাকায় প্রাণহানি এবং বহু ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক ফসলও ভেসে গেছে। এতো প্রাণহানির পরও চলতি মাসে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে সতর্ক করেছে তানজানিয়ার আবহাওয়া সংস্থা। এতে পূর্ব আফ্রিকার এই দেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব পড়েছে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা