ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাভাবিক: আমু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:৫০ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক। কিন্তু দেশের মানুষই ষড়যন্ত্রকারীদের রুখে দেবে। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ের সামনে যুবলীগের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশে নায়কের ভূমিকা পালন করেছেন ফজলুল হক মণি। বঙ্গবন্ধু হত্যার পর তাকে সব দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি সৎভাবে দায়িত্ব পালন করেছেন।

যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ যখন একটি প্রতিকূলতার মধ্যে নির্রাচন করতে যাচ্ছে তখন দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। দেশের মানুষ এদের ষড়যন্ত্র রুখে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ এখন নির্বাচন চায়, তারা নির্বাচনমুখী। কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। পৃথিবীতে যে কয়েকজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা তার মধ্যে একজন।

তিনি বলেন, বাংলাদেশ একটা ছোট দেশ। ছোট দেশ হওয়ায় ষড়যন্ত্র হওয়া স্বাভাবিক। তবে দেশের মানুষ কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে।

আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন অগ্রগতি হয় সেটা প্রমাণিত। অসমাপ্ত কাজগুলো শেষ করতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা আনতে হলে নৌকায় ভোট দিতে হবে।

এসময় তিনি নৌকার মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী যুবলীগ যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তারা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে।

তিনি বলেন, শহীদ শেখ ফজলুল হক মণির মতো নিঃস্বার্থভাবে কাজ করলে সোনার বাংলাদেশ নির্মাণ করতে পারব।

মনির ভাইয়ের জন্মদিনে শপথ হোক নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিজয় করা।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এসময় আরও বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসলাম হোসেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :