দূষিত বায়ুর শহরের তালিকায় দশম স্থানে ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭
অ- অ+
ফাইল ফটো

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দশম স্থানে অবস্থান করছে ঢাকা। তবে রাজধানী শহরটির বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে, আর স্কোর ১৬৪। এখন শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টা ২৪ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ তথ্য উঠে আসে।

আজ দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে থাকা দিল্লির স্কোর ৩৪০, যা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

তালিকায় এখন ২৬৯ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর দ্বিতীয় অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমান ‘খুবই অস্বাস্থ্যকর’। ১৭৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকো শহর। শহরটির বায়ুর অবস্থাও ‘অস্বাস্থ্যকর’।

এখন ১৭৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি চতুর্থ এবং একই স্কোর নিয়ে মঙ্গোলিয়ার উলানবাটর পঞ্চম অবস্থানে রয়েছে।

এরপর ষষ্ঠ অব্স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১৭৩; সপ্তম অবস্থানে ভারতের মুম্বাই, স্কোর ১৬৮; অষ্টম চীনের উহান, স্কোর ১৬৬; নবম ভারতের কলকাতা, স্কোর ১৬৪।

দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা