নতুন কারিকুলাম মুখস্ত পড়াশোনা, গাইড-কোচিং থেকে মুক্তি দেবে: কামরুল আহসান তালুকদার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৯:২২
অ- অ+

প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির জন্য নতুন যে কারিকুলাম বা শিক্ষাক্রম আওয়ামী লীগ সরকার চালু করেছে সেটি পুরোপুরি বাস্তবায়ন হলে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে মনে করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার (পিএএ)।

নতুন কারিকুলামকে যুগোপযোগী আখ্যা দিয়ে শিক্ষাবান্ধব এই জেলা প্রশাসক বলছেন, নতুন শিক্ষাক্রমের মধ্য দিয়ে মুক্তি মিলবে প্রাইভেট, কোচিং ও গাইড বইয়ের দৌরাত্ম থেকে। কমবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মুখস্ত পড়াশোনার চাপ। ঘটবে মেধার বিকাশ। অর্জন হবে শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য।

নতুন কারিকুলাম ও ফরিদপুরের শিক্ষার মানোন্নয়নের নানা দিক তুলে ধরে ঢাকা টাইমসকে এসব কথা বলেন মো. কামরুল আহসান তালুকদার।

একাধিক গবেষণা ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে ২০২১ সালে 'জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১' তৈরি করা হয়। ২০২২ সালে ৬০টি স্কুলে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। এর ফলাফলের ভিত্তিতে ২০২৩ সালে সারা দেশে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণিতে নতুন পাঠ্যক্রম চালু করা হয়।

নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণির আগের সব পাবলিক পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষা পদ্ধতিতেও আনা হয়েছে পরিবর্তন। এছাড়া থাকছে না নবম শ্রেণিতে বিভাগ পছন্দের সুযোগ। এর বদলে একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীরা পছন্দমতো বিভাগে পড়তে পারবেন।

নতুন কারিকুলাম আগামী বছর বাস্তবায়ন করা হবে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণিতে। এরপর ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণিতে, ২০২৬ সালে একাদশ শ্রেণিতে এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণিতে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম চালু হওয়ার কথা রয়েছে।

নতুন কারিকুলামকে সামনে রেখে ফরিদপুরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের প্রধান সমস্যা কী কী ঢাকা টাইমস তা জানতে চায় জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে।

ঢাকা টাইমস: ফরিদপুরের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান সমস্যা কী কী বলে আপনি মনে করেন?

মো. কামরুল আহসান তালুকদার: ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পথে বিভিন্ন সমস্যা রয়েছে। যার মধ্যে আছে অবকাঠামোগত সমস্যা- যেমন দুর্বল ও ব্যবহার অনুপযোগী ভবন; জমি সংক্রান্ত জটিলতা; চর এলাকা হওয়ায় শিক্ষক/শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা রয়েছে। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে গুণগতমানের শিক্ষার অভাব। কিছু কিছু শিক্ষকরা পূর্ব প্রস্তুতি ছাড়াই ক্লাস নিয়ে থাকেন। এছাড়া পাঠদানে প্রযুক্তির সীমিত ব্যবহার ও দারিদ্রতা ফরিদপুরের বড় চ্যালেঞ্জ।

ঢাকা টাইমস: প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রশাসন কীভাবে ভূমিকা রাখছে?

মো. কামরুল আহসান তালুকদার: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসন ফরিদপুর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষাশুমারি ও জেলা শিক্ষা সম্মেলনের মাধ্যমে শিক্ষার বর্তমান অবস্থান নিরূপণ ও সমস্যা সমূহ চিহ্নিত করা হয়েছে এবং তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত পরিদর্শন, সমন্বয় সভা, শিক্ষক/অভিভাবক/শিক্ষার্থী সমাবেশে উপস্থিত থেকে বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ।

ঢাকা টাইমস: নতুন কারিকুলাম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের কতটুকু সহায়ক হলে আপনি মনে করেন?

মো. কামরুল আহসান তালুকদার: নতুন কারিকুলাম প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একটি মাইলফলক বলে আমি মনে করি। এই কারিকুলাম শিক্ষার্থীদের সৃজনশীল হতে সাহায্য করবে এবং মুখস্ত পড়াশোনা থেকে অব্যাহতি দেবে। এই শিক্ষা হবে জীবনমুখী শিক্ষা। গাইড, কোচিং, প্রাইভেট থেকে দূরে রাখবে। মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে।

ঢাকা টাইমস: চর এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের বিশেষ কোনো উদ্যোগ আছে কি?

মো. কামরুল আহসান তালুকদার: চর এলাকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসন চর এলাকার বিদ্যালয় সমূহ পরিদর্শনপূর্বক বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছে এবং সমাধানের উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াতের জন্য তিনটি উপজেলার ট্রলার প্রদান, চর এলাকার বিদ্যালয়ে ডরমেটরি স্থাপনের প্রস্তাব প্রদান, চর এলাকার শিক্ষকদের জন্য চরভাতা প্রদানের প্রস্তাব ইত্যাদি। শিক্ষক/শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। সব শিক্ষার্থীদের স্কুল পোশাক, স্কুল ব্যাগ, পানির পট, টিফিন বক্স দেয়া হয়েছে।

ঢাকা টাইমস: ফরিদপুর জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পথে সমস্যাসমূহ সমাধানের উপায় কি?

মো. কামরুল আহসান তালুকদার: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য প্রশাসন, শিক্ষাবিভাগ এবং স্বচ্ছল ব্যক্তিদের একত্রে কাজ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন এবং সম্মেলনের মাধ্যমে নৈতিকতা ও পেশাগত দক্ষতা অর্জনের জন্য উদ্বুদ্ধ করতে হবে। দেশপ্রেম জাগ্রত করে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনে আগ্রহ তৈরি করা হয়। শিক্ষকদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে পাঠদান এবং শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করার বিশেষ উদ্যোগ গ্রহণ।

ঢাকা টাইমস: সহশিক্ষা কার্যক্রম কীভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়তা করছে?

মো. কামরুল আহসান তালুকদার: সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল হতে সাহায্য করে। এছাড়া শিক্ষার্থীরা বিনোদনের সঙ্গে শিক্ষা অর্জন করতে পারবে। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তোলে।

ঢাকা টাইমস: শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে সরানোর জন্য কী উদ্যোগ গ্রহণ করা হয়েছে?

মো. কামরুল আহসান তালুকদার: শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে সরানোর জন্য সহশিক্ষা গুরুত্বপূর্ণ কার্যক্রম ভূমিকা পালন করতে পারে। ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বনভোজনের আয়োজন শিক্ষার্থীদের এ সকল আসক্তি থেকে দূরে সরাতে পারে। নতুন কারিকুলামই মোবাইল আসক্তি থেকে দূরে রাখবে। সৃজনশীল চর্চা, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতির যথাযথ চর্চা সব অপচর্চা থেকে শিক্ষার্থীদের দূরে রাখবে।

ঢাকা টাইমস: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক সমাবেশ কতটা প্রয়োজনীয়?

মো. কামরুল আহসান তালুকদার: প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী সমাবেশ বা শিক্ষক সমাবেশ অত্যন্ত প্রয়োজনীয়। এ সব সমাবেশ থেকে প্রাথমিক শিক্ষার বিভিন্ন সমস্যা নিরূপণ করা যায়।

ঢাকা টাইমস: অতীত থেকে বর্তমানে প্রাথমিক শিক্ষার মান উন্নত হচ্ছে বলে আপনি মনে করেন কি?

মো. কামরুল আহসান তালুকদার: অবশ্যই অতীত থেকে বর্তমানে প্রাথমিকের শিক্ষার মান উন্নত হচ্ছে এবং শিক্ষার্থীরা আগের থেকে অনেক বেশি স্মার্ট। তাদের ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে ভিত্তি স্থাপিত হচ্ছে।

ঢাকা টাইমস: পিছিয়ে পড়া/কম বুঝতে পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ কোন উদ্যোগ আছে কিনা?

মো. কামরুল আহসান তালুকদার: পিছিয়ে পড়া বা কম বুঝতে পারা শিক্ষার্থীদের জন্য আলাদা করে অতিরিক্ত ক্লাস নেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করতে হবে। শিক্ষার্থীদের মোটিভেশনের জন্য জেলা প্রশাসন ভালো ফলাফল অর্জনকারীদের জন্য সংবর্ধনা আয়োজন করা হয়। উদাহরণ স্বরূপ বলা যায়, প্রাথমিক বৃত্তি ২০২২ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা