লক্ষ্মীপুরে দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪১| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬
অ- অ+

উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এরআগে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এছাড়া জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর ছিদ্দিক, দুদক সমন্বিত চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আজগর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা সভাপতি এম ছাবির আহমেদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, জয়নাল আবেদীন প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লক্ষ্মীপুরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
লক্ষ্মীপুরে বাসচাপায় মা-ছেলের মৃত্যু
জামায়াত আমিরের লক্ষ্মীপুর আগমন উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য মিছিল
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় ১৩ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা