গণতন্ত্র না থাকলে ইউরোপ-আমেরিকা নিষেধাজ্ঞা দেবে: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২ | প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪০

তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।

রবিবার আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, পল্টন, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে গত ১৫ বছরে অনিয়ম করে ব্যাংক থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। সিপিডি বিভিন্ন পত্র-পত্রিকার রেফারেন্সে এই তথ্য দিয়েছে। কিন্তু প্রকৃত অর্থে কয়েক লক্ষ কোটি টাকা পাচার করেছে। জিএফআই বলছে প্রতিবছর আমদানি-রপ্তানির আন্ডারভয়েস-ওভারভয়েসসহ বিভিন্নভাবে ৭২ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে, অন্যান্য সংস্থার মতে এক লক্ষ কোটি। তারা বলছে ব্যাংক খাতে সুশাসন নাই, অর্থনৈতিক খাত দুর্বৃত্তদের দখলে।’

নুর বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের ক্ষমতায়ন ও শ্রমিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিতের কথা বলছে। দেশে গণতন্ত্র, সুশাসন না থাকলে তো ব্যাংক খাতে সুশাসন কিংবা শ্রমিক অধিকার, নাগরিক অধিকার থাকবে না। গণতন্ত্র, সুশাসন, নাগরিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা না থাকলে ইউরোপ-আমেরিকা সরকারকে নিষেধাজ্ঞা দেবে। যার ভুক্তভোগী হবে গোটা দেশের জনগণ। তাই সরকারের প্রতি আহ্বান, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন দিন, দেশ রক্ষা করুন।’

পুলিশসহ প্রশাসনের অনেকে সরকার পরিবর্তন হলে চাকরিচ্যুত বা ওএসডি হওয়ার আশঙ্কায় আছেন উল্লেখ করে নুর বলেন, ‘আমরা কথা দিচ্ছি কারও চাকরি যাবে না। বর্তমান সরকার আজকে পরিবর্তন হলেই কালকে বিএনপি বা অন্য কেউ ক্ষমতায় চলে আসছে বিষয়টি তো এমন নয়। প্রয়োজনে জাতীয় ঐক্য ও সংহতি তৈরি করে সুষ্ঠু নির্বাচনের জন্য জাতীয় সরকার হতে পারে। জাতীয় বলেন, তত্ত্বাবধায়ক বলেন মাঝখানে তো একটা সরকার থাকবে। সুতরাং আপনাদের ভয়ের কিছু নাই। দেশকে বাঁচাতে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসতে হবে। ভিনদেশি মদদে এদেশে কোনো একতরফা নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের আন্দোলন চলছে ,দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।’

দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে দেশপ্রেমিক সেনাবাহিনীকে মাঠে নামিয়ে বিতর্কিত করার অপচেষ্টা করেছে সরকার। এইবারও একতরফা ডামি নির্বাচনে সেনাবাহিনীকে ১৩ দিনের জন্য মাঠে নামানো হচ্ছে। এই নির্বাচনে সেনাবাহিনীকে নামানো কোনোভাবেই কাঙ্ক্ষিত না। সেনাবাহিনী, পুলিশবাহিনীসহ সকল বাহিনীর কর্মকর্তাকে বলব, আপনারা জনগণের পাশে থাকুন। গণতন্ত্রের সরকার ক্ষমতায় আসলে আপনাদের বেতন-ভাতা বাড়ানো হবে।’

রাশেদের প্রশ্ন, ‘ওবায়দুল কাদের সাহেব বলছেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেবে। প্রধানমন্ত্রী বলছেন, বিএনপি সন্ত্রাসী দল, জামায়াত রাজাকারের দল। তাহলে ৯৬-তে কেন রাজাকারের সঙ্গে আওয়ামী লীগ আন্দোলন করেছিল? তাহলে তো বলতেই হয় আওয়ামী লীগ রাজাকারের পৃষ্ঠপোষক৷’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কথা শুনে আমরা বিভেদ জিইয়ে রাখলে চলবে না। সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করতে হবে। আমরা জনগণের প্রতি আহ্বান করছি, আগামী ৭ জানুয়ারি ‘আমরা ও মামুরা ‘মিলে’ আমি ও ডামি’ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে, আমাদের আটক করা হবে। কিন্তু এতেই কি আন্দোলন থেমে যাবে। এই আন্দোলনে জনগণের সঙ্গে রাজনৈতিক দলের সংহতি এবং রাজনৈতিক দলের সঙ্গে জনগণের সংহতি তৈরি হয়েছে। সুতরাং এই সরকারের পতনের পর অবশ্যই জনগণের সরকার ক্ষমতায় আসবে৷ জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দল হতে চায়। কিন্তু জনগণের সঙ্গে বেইমানি করার কারণে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব জনগণ রাখবে না।’

সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম।

মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সহসভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইলিয়াস মিয়া, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, পরিষদের মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৪ডিসেম্বর/জেবি/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আ.লীগই শেষ হয়ে যাচ্ছে: সালাম

দুর্নীতি নিয়ে সরকারদলীয় লোকদের ওপর ঢালাও অভিযোগ করার সুযোগ নেই: হানিফ

স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে বিএনপির গভীর আঁতাত রয়েছে: ওবায়দুল কাদের

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগের একটা লোকও মারা যাবে না: গয়েশ্বর

আমরা বঙ্গবন্ধুর অবদানকে কখনো অস্বীকার করি না: মির্জা ফখরুল

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা প্রদর্শনে যাচ্ছে বিএনপি 

জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা বিএনপির কাপড় বিতরণ

আগ্রাসন ও গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে: ১২ দলীয় জোট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলায় ফের নির্বাচন চান পরাজিত ৩ প্রার্থী

স্বরাষ্ট্রমন্ত্রী ‘জানেন না’ সাবেক আইজিপি কোথায়, সালামের প্রশ্ন ‘দেশ কে চালাচ্ছে’

এই বিভাগের সব খবর

শিরোনাম :