বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ইসি রাশেদার আহ্বান

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩২| আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫
অ- অ+
মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।

রাশেদা সুলতানা বলেন, ‘আমি আপনাদের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানাচ্ছি। যেটা ঘটে গেছে আপনারা সেটাই লিখবেন, ভালো হলে ভালো লিখবেন, আর মন্দ হলে মন্দ।’ তবে মন্দ কিছু হলে সেটা পাবলিশ না করার জন্য নিষেধ করবো না।

নির্বাচন কমিশনার রাশেদা চৌধুরী আরও বলেন, ‘যদি কেউ ভোটারদের বাধা দেয়, কোনো রকম ভয়ভীতি দেখায়, হুমকি ধামকি দেয় তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

পরে প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তৌফিক-ই-লাহী চৌধুরী ও রংপুর রেঞ্জ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এসএম রশিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালীর আলোচিত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুড্ডু আরিফ গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
১৮ জুলাই ‘জুলাই আন্দোলন’ স্মরণে ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা