টাঙ্গাইলে অভিনব কায়দায় বক শিকার, ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রশাসনের

ভূইঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২:১৯
অ- অ+

শীত মৌসুমে বেড়ে যায় গ্রামাঞ্চলের বিল ও খোলা মাঠে অতিথি পাখির আনাগোনা। এই সুযোগ টাঙ্গাইলের ভূঞাপুরে অভিনব কায়দায় পুঁটি মাছের পেটে বিষ দিয়ে নির্বিচারে বক শিকার করছে এক শ্রেণির অসাধু শিকারিরা। খাওয়ার জন্য এই বক শিকার হয়। সেইসঙ্গে বিষযুক্ত মাছ খেয়ে শিকারির হাতে ধরা না বকগুলো মারা যাচ্ছে।

উপজেলার চরনিকলা বিল, কয়েড়া ধোপা চড়া বিল, আমুলা বিলসহ বিভিন্ন বিলে খোলা মাঠে অল্প পানিতে মাছ শিকারের জন্য প্রচুর পরিমাণে বকসহ অন্যান্য দেশি-বিদেশি পাখি আসে। এসব বিলে ও খোলা মাঠে বিষ জাতীয় দ্রব্য পুঁটি ও ছোট চ্যালা মাছের পেটে ঢুকিয়ে ছিঁটিয়ে দেওয়া হয়। সেগুলো বক ও অন্যান্য পাখি অসুস্থ হয়ে পড়ে।

এরপর অপেক্ষারত শিকারিরা ধরে জবাই করেন। পরবর্তীতে এই বক দিয়ে ভুড়িভোজের আয়োজন করে এবং অনেকে স্থানীয়দের কাছে বিক্রি করে থাকেন।এছাড়া লাইলোনের সুতো দিয়ে তৈরি ফাঁদে পাখি শিকারের ঘটনা ঘটছে হরহামেশাই। এছাড়া ব্লাটাল ও মারবেলের মাধ্যমেও দূর থেকে বক শিকার করে শিকারিরা।

শিকারিরা জানা যায়, শীতের মৌসুমে শখ করে বিল থেকে বক, ঘুঘু, বালি হাঁস শিকার করি। এগুলো বিষ জাতীয় দ্রব্য বা ব্লাটালের মাধ্যমে শিকার করি দূর থেকে। তবে, বিষ খেয়ে অসুস্থ ও ব্লাটালের মাধ্যমে ছোড়া মারবেলের আঘাতে আহত হয়ে মাটিতে নেতিয়ে পড়ে। পড়ে জবাই করি। অনেকে আবার বক বিক্রি করেন।

ভারই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু বলেন, ‘সঠিক নজরদারি ও জনসচেতনতার অভাবে পাখি শিকার বেড়েছে। প্রচলিত আইনে পাখি শিকার দণ্ডনীয় অপরাধ জেনেও তারা বিরত থাকছে না। যারা পাখি নিধনে বাধা প্রদান করে শিকারিরা তাদের হয়রানি করে। এসব রোধে প্রশাসনের কাছে জোর দাবি জানান।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশন (ভূমি) ফাহিমা বিনতে আখতার জানান, ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার ও নিধন আইনত দণ্ডনীয় অপরাধ। পাখি নিধন বা শিকাররোধে অভিযান চালানো হবে। এছাড়া কোনো অভিযোগ পেলে অসাধু পাখি শিকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আজ
কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল-ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
তারেক রহমানের নেতৃত্বে সকল চক্রান্তের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা প্রস্তুত: নীরব 
দুর্নীতি, লুটপাট ও হানাহানির রাজনীতি বন্ধে ছাত্রজনতার ঐক্য জরুরি: ডা. ইরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা