নির্বাচনি খেলায় ছাত্রলীগ হ‌বে সেরা খেলোয়াড়: সাদ্দাম হো‌সেন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৩, ২৩:২২| আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৩০
অ- অ+

আসন্ন ৭ জানুয়ারি নির্বাচনি খেলায় নৌকা মার্কা জিতবে, আর সেই খেলায় সেরা খেলোয়াড় হবে বাংলাদেশ ছাত্রলীগ।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকা‌লে রৌমারী উপ‌জেলার শাপলা চত্বরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিপ্লব হাসান পলাশের নির্বাচনি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আন্দোলন সংগ্রামের ফাইনাল খেলায় ছাত্রলীগ শুধু জিতবেই না, সিরিজ জিতে ম্যান অব দ্য সিরিজও হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও নৌকার প্রার্থী বিপ্লব হাসান পলাশের কেন্দ্রীয় ছাত্রলীগে অবদানের কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন কূটনীতিকদের দ্বারে দ্বারে ঘুরেও ব্যর্থ হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলে এর উচিত শিক্ষা দেবে বাংলাদেশ ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসনের নৌকার প্রার্থী বিপ্লব হাসান পলাশ, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল ইসলাম মিনু, সাধারণ সম্পাদক আবু হুরায়রা, বন্দ‌বের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি মো হারুনর রশিদ, উপজেলা ম‌হিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ উপ‌জেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অডিও ফাঁস- দেখামাত্র গুলির নির্দেশ দেন শেখ হাসিনা: বিবিসির প্রতিবেদন
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা