ফরিদপুরে নির্বাচনি জনসভায় শেখ হাসিনা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:২৯| আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৭:১৫
অ- অ+

ফরিদপুরে নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জনসভার মঞ্চে মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপস্থিত হন তিনি।

দলীয় সভাপতি মঞ্চে উপস্থিত হওয়ার সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শহরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর এই আগমনে ফরিদপুরে আওয়ামী লীগের মধ্যে যে বিভক্তি আছে, তা নিরসন হবে।

রাজেন্দ্র কলেজ মাঠে জনসভার মঞ্চটি নৌকার আদলে সাজানো হয়েছে। মাঠে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা থাকছে।

মঙ্গলবার সকাল থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে এসে হাজির হয়েছেন। দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে জনসভাস্থল।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/জেডএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা