মানুষকে জিম্মি করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:০৬| আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৯:১১
অ- অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা- আসনে নৌকার প্রার্থী কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা নির্বাচন করতে চায় না তারাই নির্বাচন নিয়ে নানা ধরনের সংঘাত সৃষ্টি করতে চায়। বাংলাদেশে গুটিকয়েক দল রাজনৈতিক সংঘাত সৃষ্টি করছে। তারা নির্বাচনে সহিংসতা রাজনৈতিক সহিংসতা করছে। মানুষকে জিম্মি টার্গেট করে গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না।

মঙ্গলবার পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন যখন আসে সেটাকে সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব সবার। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করে। এর পাশাপাশি যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে তারাও দায়িত্ব পালনে অংশীদার হয়। মানুষের সঙ্গে যেহেতু রাজনৈতিক দলগুলোর সরাসরি সম্পর্ক, যার কারণে কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো বোঝানোর মধ্য দিয়ে রাজনৈতিক দল মানুষকে উদ্বুদ্ধ করে। আমার ভোট আমি দেব, সেখানে কোনো ভয় থাকবে না। আমরা সবার কাছে ভোট চাই। আমরা চাই যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়।

ওলামা-মাশায়েখদের উদ্দেশ করে নাছিম বলেন, আপনারা বিভিন্ন জায়গায় ধর্মীয় কার্যক্রম করে থাকেন। আপনারা মসজিদের ইমাম মোয়াজ্জিন। মুসল্লিদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেক গভীর। সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনারা কাজ করতে পারেন। এর পাশাপাশি আমি যেহেতু একজন প্রার্থী, বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাকে নৌকায় মনোনয়ন দিয়েছেন, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই।

নৌকার এই প্রার্থী বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমি পাশে আছি। বাংলাদেশের সংবিধান সকল ধর্মকে মর্যাদা দিয়েছে। অনেকেই অপপ্রচার চালায় যে এদেশে ইসলামিক ব্যক্তিদের সাথে অবিচার করা হয়। এটা অপপ্রচার। এর মাধ্যমে ধর্মীয় বিভেদ সৃষ্টির পায়তারা করে একটি গোষ্ঠী। আপনাদের কথা দিতে চাই, যে কোনো অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। আপনারা যদি আমায় ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি কাজের মধ্য দিয়ে কথার প্রমাণ দেব।

বাহাউদ্দিন নাছিম মঙ্গলবার সকাল ১০টায় পল্টন কমিউনিটি সেন্টারে ইমাম, মোয়াজ্জিন আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে তার কার্যক্রম শুরু করেন।

১৩ নং ওয়ার্ড নয়া পল্টন, পল্টন সুপার মার্কেট এলাকায় মতবিনিময় সভা, ২০ নম্বর ওয়ার্ডের পি ডব্লিউ ডি, স্টাফ কোয়ার্টার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণসংযোগ, বিকালে শাহজাহানপুর মৈত্রী মাঠে নির্বাচনি জনসভা শান্তিনগর প্রধান নির্বাচনি কার্যালয়ে নোয়াখালী অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা