ভাগ-বাটোয়ারার নির্বাচনে না যাওয়াই বিএনপির বিজয়: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৫৮| আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২:৫৯
অ- অ+

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে এখন ভাগ-বাটোয়ারার নির্বাচন চলছে। এই নির্বাচনে অংশগ্রহণ না করাই বিএনপির বড় বিজয় হয়ে গেছে। খুব শিগগির জনগণের আন্দোলনে এই সরকারের পতন হবে।

ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির জনসম্পৃক্ত কার্যক্রমকে দেশের মানুষ সাড়া দিচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপিকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবালের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

এসময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমানসহ প্রায় শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/০২জানুয়ারি/জেবি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা