নোয়াখালী-১ আসনের খন্দকার আর আমিনের প্রার্থিতা বাতিল

দ্বৈত নাগরিকত্ব থাকায় নোয়াখালী-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। যুক্তরাষ্ট্র নাগরিকত্ব থাকায় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জানায় ইসি।
মঙ্গলবার (০২ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. আব্দুছ ছালাম সাক্ষরিত চিঠিতে এ তথ্য জানায়।
চিঠিতে বলা হয়, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ নোয়াখালী-১ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আর আমিনের দ্বৈত নাগরিকত্ব (যুক্তরাষ্ট্র) সংক্রান্ত অভিযোগের বিষয়ে দায়েরকৃত রিট পিটিশন নং-১৬৬৯২/২০২৩ এ মাননীয় হাইকোর্ট বিভাগ উক্ত অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করেন। বর্ণিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুনানির যুক্তিসংগত সুযোগ প্রদান করে তদন্ত শেষে উক্ত অভিযোগটির সত্যতা পাওয়া যায়।’
চিঠিতে জানানো হয়, প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বহাল থাকাবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে দাখিলকৃত মনোনয়নপত্রের ১ম খন্ডের তৃতীয় অংশে উল্লিখিত ১(খ) দফায় দেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৬(২) অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার অযোগ্য নন মর্মে মিথ্যা ঘোষণা প্রদান করে সংবিধান এবং নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা থাকার অযোগ্য মর্মে বিবেচিত হয়েছেন।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/এএম/কেএম)

মন্তব্য করুন