দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

পদ্মা ও যমুনায় ঘন কুয়াশা থাকার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার রাত ১১টা থেকে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। রাতে হঠাৎ করে মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঘন কুয়াশার ঘনত্ব ক্রমেই বেড়ে যাওয়ায় দুর্ঘটনায় এড়াতে এ সময় মাঝ নদীতে ৪টি লোড ফেরি পদ্মার চরে নোঙ্গর করে রাখা হয়।
বুধবার সকাল ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে এমন তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, গতকাল (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পদ্মা। এ কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ হওয়ায় মাঝ পদ্মায় আটকে আছে চারটি ফেরি।
কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন