বরিশালে বিএনপির লিফলেট বিতরণকালে পুলিশের লাঠিচার্জ, আটক ৭ 

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:২৮| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৫
অ- অ+

ভোট বর্জনসহ অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে বরিশাল নগরের সদরোডস্থ অশ্বিনী কুমার হল চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আবুল হোসেন খান, আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।

বিএনপি নেতারা বলছেন, দলীয় কর্মসূচি পালনে বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে লিফলেট বিতরণ করতে বের হন। কার্যালয় এলাকা থেকে বের হওয়ার চেষ্টাকালেয় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হয়। এরপর বাড়তি পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের লাঠিচার্জ ও ধাওয়া করে কর্মসূচি পণ্ড করে দেয়।

পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঞা জানান, পূর্বানুমতি না নিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচির পালনের উদ্যোগ নেওয়ায় বিএনপি নেতাদের বুঝিয়ে সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু তারা তা না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পরবর্তীতে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়।

অপরদিকে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

(ঢাকা টাইমস/০৩জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা