ভৈরবে রেললাইনের ফিস প্লেট খোলার সময় আপন দুই ভাই আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৩| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:০৯
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফিস প্লেট ও নাট খোলার সময় ভৈরবে আপন দুই ভাইকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন- পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে রিমন (২২) ও সাগর (২৪)।

মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের নিকট রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগরকে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে রাখা ৩টি ফিস প্লেট ও ৫টি নাট উদ্ধারসহ জব্দ করা হয়। আটককৃতরা পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে। সম্পর্কে তারা আপন দুই ভাই।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের নিকট রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলার সময় দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। রেলওয়ের মালামাল চুরির অভিযোগে ইতিপুর্বে রিমনের নামে ভৈরব রেলওয়ে থানায় ৪টি ও সাগরের নামে ২টি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা