ভৈরবে রেললাইনের ফিস প্লেট খোলার সময় আপন দুই ভাই আটক

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফিস প্লেট ও নাট খোলার সময় ভৈরবে আপন দুই ভাইকে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন- পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে রিমন (২২) ও সাগর (২৪)।
মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
ভৈরব রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের নিকট রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলা হচ্ছে এমন সংবাদ পাওয়ার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ইমন ও সাগরকে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে রাখা ৩টি ফিস প্লেট ও ৫টি নাট উদ্ধারসহ জব্দ করা হয়। আটককৃতরা পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে। সম্পর্কে তারা আপন দুই ভাই।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের জগন্নাথপুর এলাকার ৩৩ নং ব্রিজের নিকট রেললাইন থেকে রেলের সরঞ্জামাদি খোলার সময় দুই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। রেলওয়ের মালামাল চুরির অভিযোগে ইতিপুর্বে রিমনের নামে ভৈরব রেলওয়ে থানায় ৪টি ও সাগরের নামে ২টি মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা যায়।
(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

মন্তব্য করুন