বকশীবাজারে ভেঙে ফেলা সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৮:০৯
অ- অ+

বকশীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারের প্রায় ২৩৪ বছরের পুরনো মসজিদের পুনর্নির্মাণে ৮ তলার ভিত্তিপ্রস্তর এবং ৫ তলার কাজ সম্পন্ন করার লক্ষ্যে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন তিনি। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এর আগে ঐতিহাসিক এই মসজিদটি রাস্তা প্রশস্তকরণের কারণে ভাঙা পড়ে। ২০২২ সালের জুনে মসজিদটি ভাঙে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, এই মসজিদে প্রায় একসঙ্গে এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারবে এবং এটি সম্পূর্ণ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অর্থায়নে করা হবে।

তিনি আরও বলেন, প্রথম তলার কাজ শেষ করে মুসল্লিদের নামাজ পড়ার জন্য মসজিদ উন্মুক্ত করে দেওয়া হবে। অতি দ্রুত ৫ তলার কাজ শেষ করা হবে এবং পরবর্তী সময়ে ৮তলা সম্পন্ন করা হবে।

রাজধানীর পুরান ঢাকার একটি প্রাচীনতম এলাকা বকশীবাজার। এখানে প্রায় ২৩৪ বছর পূর্বে মসজিদ প্রতিষ্ঠিত হয়, যা বকশীবাজার কেন্দ্রীয় জামে মসজিদ হিসেবে পরিচিত। ঐতিহাসিক এ মসজিদটি রাস্তা প্রশস্তকরণের কারণে ভাঙা পড়ে। ২০২২ সালের জুনে মসজিদটি ভাঙে ঢাকা দক্ষিণ সিটি করাপোরেশন। তখন পুলিশ, ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।

(ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এএফ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা
বাকশাল করতে গিয়ে শেখ মুজিবকে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল: মামুনুল হক
ঋণের সুদের হার কমাতে চীনকে অনুরোধ করা হবে: পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা