ডিবিতে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল, মধ্যাহ্নভোজে অংশগ্রহণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ডিবি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠক করেন। মিটিং শেষে প্রতিনিধিদলটি ডিবিতে মধ্যাহ্নভোজ করেন। খাবারের মেন্যুতে ছিল-সাদা ভাত, মাছ ও মুরগির মাংস।
বুধবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান তারা।
পর্যবেক্ষক দলে ছিলেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।
আইআরআই প্রতিনিধিদল জানতে চায়, পুলিশের পক্ষ থেকে নির্বাচনে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ জানান, নির্বাচন কমিশনের নির্দেশনায় পুলিশ কাজ করছে। সেই নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে আইআরআই প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। দুপুর ১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে তারা এ সাক্ষাৎ করে।
ঢাকাটাইমস/০৩জানুয়ারি/এসএস

মন্তব্য করুন