ঢাবি অধ্যাপক নুরুলের বিরুদ্ধে যৌন নিপীড়নের সত্যতা পেয়েছে তথ্যানুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৪, ২৩:০৫
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সভা শেষে এক সিন্ডিকেট সদস্য সংবাদমাধ্যমকে বলেন, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে অধ্যাপক ড. নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানানো হয়।

সিন্ডিকেট সদস্য আরও জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই বিষয়টি হাইকোর্ট নির্দেশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে এবং তিন মাসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। তদন্তকালীন সময়ে ড. নুরুল ইসলামকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য।

গত ১১ নভেম্বর এক ছাত্রীকে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে অধ্যাপক নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ২৮ নভেম্বর উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই ছাত্রী।

অভিযোগ তদন্তে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়। কমিটির অন্য সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য ড. আবুল মনসুর আহাম্মদ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ।

ঢাকাটাইমস/০৩জানুয়ারি/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
আইইউবিএটি-তে চীনা ভাষা কোর্সের উদ্বোধন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক শাহীন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা