তামাশার নির্বাচনকে ‘না’ বলুন, ভোটদানে বিরত থাকুন: ডা. ইরান

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল, কালভার্ট রোড ও দৈনিক বাংলা মোড় এলাকায় এই কর্মসূচি পালন করে দলটি।
এ সময় ডা. ইরান বলেন, সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে। আর সে কাজে সহযোগীর ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ‘ইন্তিকাল কমিশন’। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে। তিনি নির্বাচন প্রত্যাখ্যানকে গণআন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো. মনির হোসেন খান, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, এনামুল হক, আজিজুল হক, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. মিলনসহ নেতাকর্মীরা অংশ নেন।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/জেবি)

মন্তব্য করুন